মাদারীপুর প্রতিনিধিঃ
সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।বৃহস্পতিবার দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের শিল্পকলা একাডেমির সামনে জড়ো হয় নেতাকর্মীরা। পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে ইটেরপুল গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা যুবদলের আয়োজনে এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু,সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামান নাহিদ,পৌরসভা যুবদলের আহবায়ক বশার মাতুব্বর,সদস্য সচিব কামরুল হাসানসহ অনেকে।
বক্তারা বলেন,আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জুলাইয়ের যার নেতৃত্বে বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটেছিল ১৮ কোটি জনগণের নেতা আমাদের ভালোবাসার স্থান, আবেগের স্থান, হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানকে নিয়ে কেউ যদি কোন কুরচিপূর্ণ বক্তব্য দেন এবং কেউ যদি অরাজনৈতিকশুলভ আচরণ করতে চান তাহলে তাদের এই মাটিতে জায়গা হবে না। ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে যেভাবে দেশ থেকে উৎখাত করেছি ঠিক সেভাবেই যে কোন অপশক্তির ষড়যন্ত্র আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ।