1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ফটো সাংবাদিককে উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত-৩ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি ওসমান গনি এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীরদের মাঝে ক্রেস্ট বিতরন সুস্থ থাকতে হলে খেলার বিকল্প নাই কোটচাঁদপুরে, শিমল  মুন্সীগঞ্জে ড্রেজারের পানিতে বিদ্যালয়ের খেলার মাঠ এখোন জলাশয় কে নির্বাচনে আসলো কিংবা না আসলো তাতে কিছু আসে যায় না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে-খোকন তালুকদার নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন এনায়েতপুরে পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আমিরুল ইসলাম খান (আলিম) নাটোরের ভূষনগাছা শ্রী শ্রী কালী পুজামন্ডব পরিদর্শন করলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটি

গোপালগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দর উপর নিষিদ্ধ আওয়ামীগের হামলার প্রতিবাদে বড়াইগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

 

নাটোর প্রতিনিধিঃ

গোপালগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দর উপর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার বিকেলে বড়াইগ্রামের বনপাড়া পৌর গেটের সামনে থেকে শুরু করে জামায়াতের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বনপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় পৌর গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বড়াইগ্রাম উপজেলা যুব ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল্লা আউয়াল মমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, এমপি প্রার্থী নাটোর-৪ বড়াইগ্রাম-গুরুদাসপুর আসন, আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি জিয়াউর রহমান জুয়েল, উপজেলা নায়েবে আমির কোরবান আলী সিরাজ।
বক্তারা বলেন, ভারতের তাবেদার সৈরাচার শেখ হাসিনার পতন হলেও এখনও ফ্যাসিবাদের দোসররা উৎপেতে ঘাপটি মেরে আছে। তার প্রমান গোপালগঞ্জে এনসিপির পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের উপরে আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা। ছত্রিশ জুলাই গণঅভ্যর্থানে নিহত শহীদদের রক্ত না শোকাতেই আবারও প্রশাসনের সামনে গোপালগঞ্জে হামলা করা হয়। গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রামে প্রশাসনে যারা নিয়োজিত ছিল তাদের কার্যক্রম ছিল প্রশ্নবিদ্ধ।
অবিলম্বে হামলাকারী সকলকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।
আগামী দিনে যেন নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ এমন হামলার সাহস আর দেখাতে না পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট