মো. নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার মেডিকেল কলেজের পেছনের পাহাড় থেকে অপহৃত তিন কিশোরকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১৫। এ ঘটনায় এক অপহরণকারীকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ জুলাই কক্সবাজার ভ্রমণে আসে ঢাকার মিরপুরের বাসিন্দা মো. সাইদুল ইসলাম জিহাদ (১৬) ও তার দুই বন্ধু মিজবাহ উদ্দিন (১৪) এবং ওবাদুল ইসলাম মুন্না (১৫)। তারা রাত ৮টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল থেকে কলাতলী বিচের উদ্দেশ্যে ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠে।
পথে অপহরণকারীরা তাদের একটি অজ্ঞাত পাহাড়ে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন করে এবং পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় মিজবাহ উদ্দিনের মা কর্ণফুলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ভিকটিমদের স্বজনরা র্যাব-১৫ এর কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পর র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালায়। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ফুটখালী এলাকায় মেডিকেল কলেজের পেছনের পাহাড় থেকে তিন কিশোরকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অপহরণকারী মো. রিয়াদ (১৯) কে আটক করে র্যাব।
ঘটনাস্থল থেকে দুই টুকরো লাল-সবুজ গামছা ও একটি কেচির অংশ জব্দ করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতার হওয়া অপহরণকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃরা হলেন, নবী হোসেনের ছেলে মো. রিয়াদ (১৯), তিনি কক্সবাজারের দক্ষিণ জানার ঘোনা ঝিলংজা ইউনিয়নের বাসিন্দা।
র্যাব-১৫ জানিয়েছে, পলাতক অন্যান্য অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত