এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুমিরাদহ গ্রামে পাট যাক দেওয়াকে কেন্দ্র করে বড় ভাই ছোট ভাইকে নৃশংসভাবে আক্রমণ করেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। হামলার পেছনে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি মান্নান জোয়ারদারের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহতরা হলেন— জিন্না জোয়ারদার (৫০), পিতা: নিয়ামত জোয়ারদার
শাহিনা বেগম (৪০), স্বামী: জিন্না জোয়ারদার
রাজু ইসলাম (২৭), পিতা: জিন্না জোয়ারদার
তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমির অংশবিশেষে পাট যাক দেওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। রবিবার দুপুরে ওই জমিতে কাজ করতে গেলে বড় ভাই তোজাম জোয়ারদার (পিতা: নিয়ামত জোয়ারদার) তার স্ত্রী শিউলি বেগম ও মান্নান জোয়ারদারের স্ত্রী হীরা খাতুন মিলে পরিকল্পিতভাবে জিন্না জোয়ারদার ও তার পরিবারের উপর হামলা চালায়। পরিবারের দাবি তাদের চাষকৃত জমিতে জোর করে ডাক দিতে চান তার চাচা।
আহতদের পরিবারের দাবি, এই হামলার পেছনে মূল পরিকল্পনাকারী ও উসকানিদাতা ছিলেন মান্নান জোয়ারদার।