নাটোর প্রতিনিধিঃ
১৩ জুলাই ২০২৫:
পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবশী ইউনিয়নে একটি সফল যৌথ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার বিকেল ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, উপজেলা মৎস্য দপ্তর এবং সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও পরিবেশবিধ্বংসী চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। পরিবেশ রক্ষার স্বার্থে ঘটনাস্থলেই সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে সেগুলোর পুনঃব্যবহার না ঘটে এবং জলজ পরিবেশে আরও ক্ষতি না হয়।
প্রশাসনের কর্মকর্তারা জানান, এই অভিযান ছিল মূলত জলজ জীববৈচিত্র্য রক্ষা, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং অবৈধ মৎস্য শিকার প্রতিরোধের অংশ।
তারা আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।