শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় উপজেলা জামায়াতের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি মাস্টার খাইরুল বশর এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাস্টার মনসুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মাধ্যমিক আদর্শ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী,তিনি বলেন, “আদর্শ শিক্ষকরাই আদর্শ জাতি গড়তে পারে। সমাজের অবক্ষয় রোধ ও নৈতিক ভিত্তিতে সমৃদ্ধ সমাজ গঠনের জন্য শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও বলেন, “শুধু শিক্ষিত হলেই সমাজের অশান্তি দূর হবে না; বরং সুশিক্ষিত মানুষই সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজলসহ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ।
সভা শেষে উপজেলার পাঁচটি ইউনিয়নের আংশিক ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি মাস্টার খাইরুল বশর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।