নাটোর প্রতিনিধিঃ
আজ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে জানা যায়, বাজারের ইজারাদারগণ ইজারা চুক্তির শর্ত ভঙ্গ করে কোনো ধরনের সরকারি রসিদ ছাড়াই অবৈধভাবে চাঁদা আদায় করছেন। বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে।
পরবর্তীতে সেনাবাহিনীর টহল তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ইউএনও কাছে হস্তান্তর করে।
সেনাবাহিনীর এই দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত