মোহাম্মদ নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা। এতে বিশেষ করে জেলে পরিবার ও প্রান্তিক আয়ের মানুষরা পড়েছেন চরম দুর্ভোগে—ঘরবন্দী হয়ে পড়েছেন অনেকেই, দেখা দিয়েছে খাদ্য ও নিরাপদ পানির তীব্র সংকট।
এই পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে র্যাব-১৫। দুর্গত মানুষের কষ্ট লাঘবে র্যাব-১৫ এর অধিনায়কের নির্দেশে এবং পক্ষে উপ-অধিনায়ক অদ্য (১০ জুলাই ২০২৫) দুপুর সাড়ে ১২টা থেকে জালিয়াপাড়া এলাকায় মানবিক ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
ত্রাণ কার্যক্রমে দুর্গতদের মধ্যে বিতরণ করা হয় শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী। র্যাব-১৫ জানায়, এই মানবিক সহায়তা চলমান থাকবে এবং বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয়দের পাশে থাকবে তারা।