ওসমান গনী মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে শহরের ইঞ্জিনিয়ার স্কুল এন্ড কলেজের পিছন গেটের সামনে থেকে এক কিশোরের রহস্যজনক মৃত্যুর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ ফাঁড়ি। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নিচে ইঞ্জিনিয়ার স্কুল এন্ড কলেজের পিছনের গেট থেকে এই লাশ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, কেউ মেরে ফেলে এখানে রেখেছে। এত জায়গা রেখে ইয়াসিন এখানে কেনো আসলো! এমন শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্বজনদের মাঝে।
নিহত ইয়াসিন হাওলাদার (১৭) ভোলা জেলার বাবুল হাওলাদার ছেলে। তারা দীর্ঘদিন ধরে শহরের মাঠ পাড়ায় ভাড়া বাসায় বসবাস করত। আর সকাল ৯ টার দিকে বাসা থেকে বের বের হয়েছিল ইয়াসিন।
নিহতের বোন সোনিয়া সাথে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কাজ শেষে ভাড়া বাসায় এসেছিল নিহত ইয়াসিন হাওলাদার।সে ঢাকার মোহাম্মদপুর একটি বেকারিতে কাজ করতো। কিন্তু আজকে সকাল ৯ টার বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি।
সোনিয়া বলেন বলেন, আমার ভাই একটু সরল সোজা টাইপের ছিল। তবে সে কোনো প্রকার নেশা করত না। আমার ভাইকে কেউ মেরে ফেলেছে। আমরা এই মৃত্যুর বিচার চাই।
মুন্সীগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির এসআই হরিচাঁদ বলেন, আমরা ৯৯৯ কলের মধ্যে খবর পেয়ে স্টেডিয়ামের নিচে একটি স্কুলের ভিতর থেকে লাশটি উদ্ধার করি। তবে কিভাবে মারা গেছে বা কেনো এই ছেলে এখানে আসলো এটা খতিয়ে দেখা হচ্ছে।