এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
“মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা” এ ভিশন কে সামনে রেখে ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শৃঙ্খলা বিভাগের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে শৃঙ্খলা বিভাগের পরিচালক আসাদুজ্জামান আল মাহবুব এর সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা আমীর অধ্যাপক আবু বকর মোঃ আবু বকর।
জেলা সেক্রেটারি আব্দুল আউয়াল উদ্বোধনী বক্তব্য পেশ করেন। পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন হাফেজ আম্মার আল রাজী।
শাহাদাতের তামান্না বিষয়ের উপর পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (মহেশপুর কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
এছাড়াও তাযকিয়ায়ে নাফস বিষয়ের উপর আলোচনা করেন সদর থানা আমীর ড. মাওলানা হাবিবুর রহমান।
স্বাস্থ্য সচেতনতাই আমাদের করনীয় বিষয়ের উপর আলোচনা করেন সাইদুর রহমান।
শাহাদাত ছিল যাদের কাম্য বিষয়ের উপর আলোচনা করেন মুহাদ্দিস রবিউল ইসলাম।