মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবি আদায়ে জাতীয় সমাবেশ সফলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন জামায়াত এক র ্যালী ও মিছিলের আয়োজন করে। মঙ্গলবার বিকালে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে মিছিলে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা। এছাড়া মিছিলে উপজেলা জামায়াতের তরবিয়ত সেক্রেটারি শরিফুল ইসলাম, ইউনিয়ন আমির মাওলানা বিল্লাল হোসেন, থানা ইউনিট সদস্য মাওলানা খালিদ হাসান, ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবীবসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল পূর্ব এক আলোচনায় থানা আমির আব্দুল হক মোল্লা সাত দফা দাবি আদায়ে আগামী ১৯ জুলাই ঢাকার সমাবেশ বাস্তবায়নে দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত