এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
শৈলকুপার সাতগাছি গ্রামের ৪ সন্তানের জননী এক মহিলার প্রেমের টানে ছুটে এসেছে গাইবান্ধার এক যুবতি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশ হেফাজতে নিয়েছে।
সুদুর গাইবান্ধা থেকে শৈলকুপার সাতগাছি গ্রামে ৪ সন্তানের জননী এক নারীর কাছে প্রেমের টানে ছুটে এসেছে নুনারী ও আখি নামের পুরুষ বেশধারী আরো দুই নারী। এদের মধ্যে একজনের সাথে কল্পনা খাতুনের প্রেমের সম্পর্ক ছিলো।
স্থানীয়রা জানায়, সাতগাছি গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী কল্পনার সংসার জীবনে ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী সন্তানের কথা চিন্তা না করে গাইবান্ধার এক নারীর সাথে সমকামিতায় জড়িয়ে পড়ে শৈলকুপার এই নারী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।