মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডে গতকাল শনিবার রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে সেনাবাহিনী পরিচালিত এক যৌথ অভিযানে দেশি মদসহ এক ব্যক্তি আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তোরলমোহন ত্রিপুরা (৩২) নামের এক ব্যক্তির কাছ থেকে একটি দূরপাল্লার বাসের বগির ভেতর লুকিয়ে রাখা ৪টি কন্টেইনারে থাকা প্রায় ১০৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের এক কর্মকর্তা জানান, অভিযান শেষে উদ্ধারকৃত মদ এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।