কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ৪২০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক নারী রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা।
শনিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশির সময় এ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা।
আটককৃত রোহিঙ্গা নারী হলেন- হামিদা (৩০), স্বামী মোঃ ইউনুস, উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের জি/২৩ ব্লকের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, তল্লাশিকালে সন্দেহজনক আচরণের ভিত্তিতে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে কিছুই স্বীকার করেননি। পরে তল্লাশির একপর্যায়ে তার বোরকার ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪২০০ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্যের অবাধ পাচার প্রতিরোধে বিজিবি সবসময়ই তৎপর রয়েছে। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত রোহিঙ্গা নারীকে জব্দকৃত ইয়াবাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত