আবু বকর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকে ১ম হাবিবুর রহমান দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ছাতক পাবলিক মিলনায়তনে সাংবাদিক ও ক্রীড়া সংগঠক সেলিম মাহবুব’র পরিচালনায় দাবা প্রতিযোগিতার ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন চেয়ারম্যান পুত্র, যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান যুবরাজ। বিকেলে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন মন্ডোলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী রিয়াজ আহমদ রাজু ও শ্রমিক দল নেতা শওকত আলী। রাতে দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ। সমগ্র দাবা প্রতিযোগিতায় আরবিটরের দায়িত্ব পালন করেন আবু সায়েদ তাজেদ। সুইস লীগ পদ্ধতিতে দাবা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী আবু সায়েদ তাজেদ, ২য় পুরস্কার বিজয়ী সায়েদুর রহমান আরজ, ৩য় পুরস্কার বিজয়ী রিয়াজ আহমদ রাজু, ৪র্থ পুরস্কার বিজয়ী খোরশেদ আলম ইলাদ, সেরা স্টুডেন্ট স্নিগ্ধা দাস, বিশেষ পুরস্কার গ্রহণ করেন শ্রেয়াস রঞ্জন দাস ও আরফান আলী।