মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন(আইএইচআরসি) ছাগলনাইয়া উপজেলার নব নির্বাচিত কমিটি গঠিত হয়েছে।
আজ শুক্রবার ( ৪ জুলাই) জেলা শাখার সমন্বয়ক অ্যাড শাহজালাল ভূঁঞা (সবুজ) এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি), ফেনীর ছাগলনাইয়া উপজেলার আহবায়ক রফিক আলী ও সদস্য সচিব শেখ ছালেহ মাসুম পাটোয়ারী সহ ২৪ সদস্য আহবায়ক কমিটি ঘোষনা করেন।
কমিটিতে অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এইচ.এম একরামুল হক রানা, যুগ্ম আহবায়ক গাজী রাজ্জাক হোসেন মজুমদার, মোশারফ হোসেন, ইফতেখার হোসেন, আরিফুল ইসলাম (শেখ), মোঃ আব্দুল মোমেন ভূঁঞা (মাসুম), মাসুদ রানা, আবু সাঈদ, মোঃ আল জোবায়ের চৌধুরী (জাবেদ)।
সদস্যরা হলেন, মোঃ জেবল হক, মিরাজ , আশ্রাফুল হক খোন্দকার (জিসান), মোঃ নাছির উদ্দিন, হামিদুর রশিদ (বিজয়), আনোয়ার হোসেন ভূঁঞা, মো: মহিউদ্দীন মামুন ভূঁঞা, তরিকুল আলম, বেলাল আহমেদ সাজ্জাদ হোসেন (সজিব), জসিম উদ্দিন (সাবেক ব্যাংকার), সামছুদ্দিন (বাপ্পি),।জিয়া উদ্দিন (রাজন)।
উক্ত আহবায়ক কমিটিকে আগামী দুই (০২) মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আইএইচআরসি ফেনী জেলা কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।