1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ফটো সাংবাদিককে উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত-৩ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি ওসমান গনি এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীরদের মাঝে ক্রেস্ট বিতরন সুস্থ থাকতে হলে খেলার বিকল্প নাই কোটচাঁদপুরে, শিমল  মুন্সীগঞ্জে ড্রেজারের পানিতে বিদ্যালয়ের খেলার মাঠ এখোন জলাশয় কে নির্বাচনে আসলো কিংবা না আসলো তাতে কিছু আসে যায় না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে-খোকন তালুকদার নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন এনায়েতপুরে পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আমিরুল ইসলাম খান (আলিম) নাটোরের ভূষনগাছা শ্রী শ্রী কালী পুজামন্ডব পরিদর্শন করলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাব ও নলডাঙ্গা রিপোর্টাস্ ইউনিটি

‎১নং ত্রিবেণী ইউনিয়নে (VWB) প্রোগামের ৩০ কেজি চালের কার্ড নির্ধারণে অনিয়ম।

মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে


মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

‎আজ আমি পারিবারিক একটা কাজে ইউনিয়ন পরিষদে যায়, সেখানে গিয়ে দেখি পরিষদে অসংখ্য মহিলাদের গণজমায়েত।বিষয়টি ভালোভাবে জানার জন্য রুমের মধ্যে এগিয়ে যায় এবং কয়েকজন কে জিজ্ঞেস করি এতো মহিলারা কেনো এসেছেন পরে জানতে পারি আজ (VWB) এর ৩০ কেজি চাউলের কার্ড নির্ধারণ করার জন্য যারা আবেদন করেছিলেন তাদের সবাই উপস্থিত হয়েছেন। ওখানে ইউনিয়ন পরিষদের সকল দ্বায়িত্বশীল,বিএনপি ও জামায়েতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা আমাকে দেখে বসতে দিলো। কিছুক্ষণ বসে লক্ষ্য করলাম তালিকা দেখে নাম ধরে ডাকছে কিন্তু যে নাম ধরে ডাকছে বেশিরভাগ মহিলাদের নাম তালিকায় নেই। যাদের নাম তালিকায় আছে তারা বেশ হাসিখুশি কিন্তু যাদের নাম তালিকায় নাই তাদের চেহারার চিন্তা আর অসহায়ত্বের চাপ এটা দেখে আমি পাশের কয়েকজন কে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনারা আবেদন করেছেন কোথা থেকে কেউ বলছে স্থানীয় নেতাদের কাছে কাগজ জমা দিয়েছেন আবার কেউ বলছেন ইউনিয়ন পরিষদে এসে জমা দিয়েছেন (আবেদন করার জন্য ১০০-২০০ টাকাও দিয়েছেন), তালিকা ধরে কয়েকবার ডাকার পরও বেশিরভাগ মানুষের নাম পাচ্ছে না তখন আমি একটু তালিকাটা দেখার জন্য হাতে নি তখন মহিলারা ভাবছে আমি হয়তো এই কার্ড করে দেওয়ার দ্বায়িত্বশীল কোন ব্যাক্তি, মহিলারা আমাকে স্যার বলতে বলতে কাছে এসে বলছে স্যার আমার নামটা দেখেন তো, আমি যে কয়েকজনের নাম চেক করি কারো নাম নেই তালিকায়। কয়েকজন কান্না করছে আর বলছে স্যার আমি খুব গরিব মানুষ, মানুষের বাসায় কাজ করে খায়,আমার মেয়ে প্রতিবন্ধী,আমার স্বামী নেই এরকম কষ্টের কথা, তাদের কান্না চেহারা দেখে আমার চোখের কোনে পানি চলে আসে, তখন ভাবনায় চলে আসে আমরা কি এরকম বাংলাদেশ আশা করেছিলাম।আগামীকাল নতুন করে পুনরায় যাচাই-বাছাই হবে আমি সংশ্লিষ্ট দ্বায়িত্বশীলদের বিনয়ের সাথে আহ্বান করবো আপনারা স্বচ্ছতার মাধ্যমে যাচাই-বাছাই করবেন এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আহ্বান রইলো (VWB) সহ অন্যান্য সকল কাজে যারা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের শাস্তির ব্যবস্হা করবেন।। সেই সাথে স্থানীয় ও জাতীয় সকল সাংবাদিকদের আহ্বান করবো আগামীকাল আপনারা ১নং ত্রিবেণী ইউনিয়ন পরিষদে গিয়ে তথ্য সংগ্রহ করবেন কোনো অনিয়ম হচ্ছে কিনা যদি কেউ অনিয়ম করে আশা করি আপনারা নিউজ করবেন।

‎ দেশের প্রতিটা সেক্টরে এরকম অনিয়ম দুর্নীতি চলমান রয়েছে। যারা আও**য়ামী স্টাইলে সবকিছু পরিচালনা, অনিয়ম করতে চাচ্ছেন আমরা সেটা হতে দিবো না। আমি সবাইকে আহ্বান করছি আমরা সবাই একত্রিত হয়ে যেভাবে এই বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করেছি, আগামীর নতুন বাংলাদেশ গড়তে সামনে আমাদের অনেক পরিশ্রম ও ত্যাগ করতে হবে। আমাদের লড়াই শেষ হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট