ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ আড়িয়ল-টঙ্গীবাড়ী খাল রক্ষায় দখলদারদের উচ্ছেদ ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে টঙ্গীবাড়ী খাল রক্ষা পরিষদের আয়োজনে এই মানববন্ধনে অংশ নেন পরিবেশ সচেতন নাগরিক, শিক্ষার্থী, রাজনৈতিক প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, খালটি একসময় এলাকার কৃষি ও নৌযোগাযোগের গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল। কিন্তু দখল, ভরাট ও দূষণের ফলে খালটি আজ মৃতপ্রায়। এতে জলাবদ্ধতা, কৃষিকাজে ব্যাঘাত এবং পরিবেশগত ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. জামাল হোসেন, আ. আলী নান্টু মাদবর, আমির হোসেন মাদবর, মিজানুর রহমান বেপারী, মাহফুজুর রহমান সুজন, শাকিল হাওলাদার, অনিক শেখ, মোর্শেদ গাজী, শহীদুল ইসলাম, মো. আলী, সাইফুল ইসলাম, মো. সনেট, মো. জাহীদ প্রমুখ
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, আমি কয়েকটি স্থান পরিদর্শন করেছি। আগামীকাল আমি আরেকবার পরিদর্শনে যাব, আপনাদের দাবি পূরনে অবশ্যই কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে মানববন্ধন শেষে আয়োজকরা জানান, দাবি বাস্তবায়নে টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচিও গ্রহণ করা হবে।