মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার শৈলকূপায় প্রথমবারের মতো বিভিন্ন পেশাজীবীদের নিয়ে গঠিত হলো ‘উপজেলা পেশাজীবী অধিকার পরিষদ’। নানা জটিলতা ও বাধা পেরিয়ে গত ২৯ জুন (শনিবার) সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে সর্বসম্মতভাবে গঠিত হয় আহ্বায়ক কমিটি। পেশাজীবীদের অধিকার আদায়, নৈতিক মর্যাদা রক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তিন মাসের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা বলেন, পেশাভিত্তিক মানুষদের নিয়ে এ ধরনের একটি নিরপেক্ষ ও অধিকারভিত্তিক প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরেই। নানা ষড়যন্ত্র ও প্রভাব কাটিয়ে অবশেষে সংগঠনের পথচলা শুরু হওয়ায় উপস্থিত জনসাধারণ উচ্ছ্বাস প্রকাশ করেন।
কমিটির তালিকাঃ
আহ্বায়ক মোঃ লিটন হোসেন (সাংবাদিক)
যুগ্ম আহ্বায়কঃ ১. মোঃ শরিফুল ইসলাম ২. মোঃ সোয়ায়েব হোসেন রানা ৩. মোছাঃ রেক্সানা খাতুন ৪. মোঃ ইউনুস শেখ
সদস্য সচিবঃ ২. মোছাঃ হোসনে আরা নীলা
যুগ্ম সদস্য সচিবঃ ১. মোঃ সিরাজুল ইসলাম 2. মোঃ মামুন হোসেন 3. মোঃ হামিদুর রহমান 4. মোঃ তারিকুল ইসলাম
সদস্য ১. মোঃ জামাল হোসেন 2. মোঃ হাবিবুল্লাহ পলাশ 3. মোঃ শাহন হোসেন 4. মোঃ পারভেজ হোসেন5. মোঃ আজিজুল হোসেন
6. মোঃ শান্ত হোসেন 7. মোঃ রাকিব হোসেন 8. মোঃ রবিউল ইসলাম 9. মোঃ বিপ্লব হোসেন 10. মোঃ ফারুক হোসেন মোল্লা
কমিটি ঘোষণা শেষে উপস্থিত পেশাজীবীরা করতালির মাধ্যমে নতুন নেতৃত্বকে স্বাগত জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই সংগঠন শৈলকূপার সামাজিক‑অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
“পেশাজীবীদের দাবির প্রশ্নে আমরা অবিচল থাকব। অন্যায়‑দুর্নীতির বিরুদ্ধে সত্য‑সাহসের উচ্চারণই হবে আমাদের পথচলা।”
—মোঃ লিটন হোসেন, আহ্বায়ক
সংগঠনটি শিগগিরই উপজেলার প্রত্যন্ত এলাকায় মতবিনিময় সভা, আইনি সহায়তা ক্যাম্প ও পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজনের ঘোষণা দিয়েছে।