মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। গত সোমবার মধ্যরাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ৭.৬২ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলিসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, যৌথবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার মধ্যরাতে সদর উপজেলার দমদমা এলাকা থেকে রহমত উল্লাহ (৪৫) ও মো. দেলোয়ার হোসেন মাসুদকে (৩২) অস্ত্রসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।