ডেস্ক রিপোর্টঃ
নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল বিলমারিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মোঃ রাসেল (পিতা: মৃত মোঃ ইউসুফ), মোঃ আলম (পিতা: মোঃ রেজাউল), এবং মোঃ রুবেল (পিতা: মৃত হারুনুর রশিদ)-কে তল্লাশি করে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করে সেনাবাহিনী।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত