কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে গ্যাস্ট্রিকের ওষুধের পরিবর্তে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মরিয়ম বেগম (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম তার ছেলেকে গ্যাস্ট্রিকের ওষুধ আনতে পাশের মুদি দোকানে পাঠান। দোকানটি পরিচালনা করেন মৌলভী হাসান আলী নামের একজন ব্যক্তি, যিনি কোনো ধরনের ড্রাগ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মুদি পণ্যের পাশাপাশি কীটনাশক ও ওষুধ বিক্রি করে আসছেন।
ছেলের মাধ্যমে আনা ওষুধ খাওয়ার পরপরই মরিয়ম বেগম অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে দ্রুত কুতুপালং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মরিয়ম বেগম হরিণমারা গ্রামের আবুল হাসেমের স্ত্রী এবং তিন সন্তানের জননী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ হামজা। তিনি বলেন,
“একটি ভয়াবহ ভুলের কারণে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নয়, এটি দোকানদারের মারাত্মক অবহেলা ও অপরাধ। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দোকানদার হাসান আলীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত