মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি।
ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশ কর্তৃক চুরির মামলা উদঘাটন পূর্বক অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় নরী সদস্য ০৬ জনকে আটক করে নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার।
আন্তঃজেলা চোর দলের ০৬ জন সক্রিয় সদস্য
১। মোঃ মেহেদী হাসান(১৯), পিতা- মোঃ লিটন, মাতা- নাজমা বেগম, ভাসমান সাং- নাজিররোড, হেলালের ভাড়াটিয়া, থানা- ফেনী সদর মডেল, জেলা- ফেনী,
২। মোঃ হৃদয় প্রকাশ সুন্দরী(১৬), পিতা- মোঃ কবির মোল্লা, মাতা- নাজমা বেগম, সাং-পূর্ব বরিশাল, পোঃ আমতলী বাজার, থানা- মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট, বর্তমান সাং- গুদামকোয়ার্টার, তাহের চৌধুরীর ভাড়াটিয়া, থানা ও জেলা- ফেনী,
৩। আল আমিন(১৫), পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- রেহানা বেগম, ভাসমান সাং- কদলগাজী রোড, সমিতির অফিস বিরিঞ্চি বড় বাড়ী, ৩নং পৌর ওয়ার্ড, থানা ও জেলা- ফেনী,
৪। মোঃ শাহীন(১৬), পিতা- মোঃ মিরাজ, মাতা- নুসনা, ভাসমান সাং- শিবপুর, আমাদ আলী মাঝি বাড়ী, থানা ও জেলা- ফেনী,
৫। মোঃ সুমন(৩৩), পিতা- মোঃ শহীদ, মাতা- মনোয়ারা বেগম, সাং-উত্তর সহদেবপুর, আমিন মঞ্জিল, ৩নং পৌর ওয়ার্ড, থানা ও জেলা- ফেনী,
৬। মোসাঃ নাজমা বেগম(৪২), স্বামী- মোঃ কবির মোল্লা, মাতা- মৃত নুরজাহান বেগম, সাং-পূর্ব বরিশাল, পোঃ আমতলী বাজার, থানা- মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট, বর্তমান – ফেনী গুদামকোয়ার্টার, তাহের চৌধুরীর ভাড়াটিয়া, তাদেরকে গ্রেফতার করেন।
গত ৩১/০৫/২০২৫ইং তারিখ বাদী দিলরুবা আক্তার ও তাহার তিন মেয়ে ঘুমন্ত থাকাবস্থায় ভোর রাত অনুমান ০৪.২০ ঘটিকার সময় চোর দলের সক্রিয় সদস্যরা তাহার বসত ঘরের পূর্ব পার্শ্বের জানালার গ্রীল কাটিয়া বড় মেয়ে সাদিয়াতুল মুনতাহার রুমে প্রবেশ করিয়া তাহাকে ঘুম হইতে উঠাইয়া চোরেরা তাহার গলায় বটি দা ধরিয়া ভয়-ভীতি দেখাইয়া রুমের মধ্যে থাকা আলমীরা খুলিয়া রক্ষিত নগদ ১,৫০,০০০/- টাকা ও ১৪ ভরি ০৫ আনা স্বর্ণালংকার নিয়া যায়। বাদীর মেয়ে শোরচিৎকার করিতে চাইলে চোরেরা বাদীর মেয়েও মেয়ের বাচ্চাকে বটি দা দিয়ে কোপ মারিবে মর্মে হুমকি প্রদান করায়
বাদীর মেয়ে ভয়ে শোরচিৎকার করিতে পারে নাই। বাদীর এজাহার দায়ের এর প্রেক্ষিতে ছাগলনাইয়া পুলিশ ছাগলনাইয়াসহ ফেনী সদর এলাকায় অভিযান পরিচালনা করিয়া করিয়া তাহাদের গ্রেফতার করতঃ তাহাদের তথ্য মতে আসামী সুমনের নিকট স্বর্ণালংকার বিক্রীর নগদ ৫০০০/- টাকা, আসামী হৃদয়ের বসত ঘর হইতে আসামী মোসাঃ নাজমা বেগম এর হেফাজত হইতে নগদ ৫৬,০০০/- টাকা এবং একটি চেইন ও এক জোড়া কানের দুল, যাহার মোট ওজন- ১১.৮৯ গ্রাম, যাহার মূল্য অনুমান- ১,২৮,৫০০/- টাকা উদ্ধার করে। আসামীদের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।