কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে দেশি ও বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করে র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০১টি দেশি তৈরি এলজি, ০১টি বিদেশি এয়ার রাইফেল, ০৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ০৩ রাউন্ড বার বোরের তাজা কার্তুজ এবং ০১ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১৫ জানায়, অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাঙ্গালি ও রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।