মোহাম্মদ নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় র্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের অন্যতম মূলহোতা সিকদার প্রঃ বলি (৪৫) কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব-১৫। শুক্রবার (২৭ জুন) বিকাল ৭টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ১১ জুন রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর মো. হাফিজ উল্লাহ নামের এক যুবককে র্যাব পরিচয় দিয়ে অপহরণ করে তিনজন সশস্ত্র সন্ত্রাসী। তারা হলো বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব ও সিকদার। অপহরণের পর হাফিজ উল্লাহকে রঙ্গিখালী গহীন পাহাড়ে নিয়ে যায় তারা। পরবর্তীতে তার পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবী করা হয় এবং প্রশাসনের সহায়তা নিলে হত্যার হুমকিও দেওয়া হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো ধারাবাহিক অভিযানে গত ১৪ জুন বরখাস্ত সৈনিক সুমন মুন্সিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ জুন সকালে র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন এবং বন বিভাগের সমন্বয়ে অভিযান চালিয়ে অপহৃত হাফিজ উল্লাহকে উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলি এবং অপহরণে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম।
এরই ধারাবাহিকতায় এ মামলার অন্যতম পলাতক আসামী সিকদারকেও আটক করতে সক্ষম হয় র্যাব। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়েছে।
র্যাব জানায়, সিকদারের গ্রেফতারের মাধ্যমে এই চাঞ্চল্যকর অপহরণ মামলার অন্যতম জট খুলেছে।