মো. নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার ইমামের ডেইল এলাকায় একটি অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০৮ ক্যান হান্টার বিয়ারসহ দুইজনকে আটক করেছে ৬৪ বিজিবি।
শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালায় বিজিবির সদস্যরা। এসময় প্রাইভেটকারে থাকা যাত্রী আব্দুল আজিজ (৩০) ও মোঃ জাফর আলম (৪০)-এর কাছ থেকে কাগজের তিনটি কার্টন ও দুইটি কাপড়ের ব্যাগে রাখা অবস্থায় মোট ৪০৮ ক্যান হান্টার বিয়ার উদ্ধার করা হয়। আটককৃতরা টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব বিদেশি বিয়ার কক্সবাজার থেকে সংগ্রহ করে টেকনাফে নিয়ে গিয়ে উচ্চ মূল্যে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনায় তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক বিয়ার এবং আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছেন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।
বিজিবির এই অভিযানে সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।