ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে নানা আয়োজনে সনাতন ধর্মের জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয়েছে।শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের আলাদা আলাদা চারটি মন্দির হতে রথযাত্রার রেলি বের করা হয়।র্যালিটি থানারপুল চত্বর হতে পুরাতন বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় থানারপুর এলাকায় এসে শেষ হয়।
এর আগে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জয় কালী মাতা মন্দিরে রথযাত্রার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল।মুন্সীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নুপুরের সঞ্চালনায়।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম পিপিএম,কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দিরের সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জী কাজল,শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের সভাপতি অভিজিৎ দাস ববি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ননি গোপাল হালদার,কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দিরের কোষাধ্যক্ষ জহরলাল চৌধুরী,সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দার,মুন্সীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন লাল,শ্রী শ্রী জগন্নাথ দেব জিউর মন্দিরের সভাপতি আনন্দমোহন দাস,শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা মহারানী মন্দিরের সভাপতি বলরাম শঙ্কর দাস,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক দপ্তর সম্পাদক স্বপন বিশ্বাস,জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সদস্য উত্তম বর্ণিক,শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রার কমিটির সভাপতি সাধন দাস,পূজা উদযাপন পরিষদ পৌরসভার ২ নং ওয়ার্ডের সভাপতি ডক্টর কুমার মৃদুল প্রিন্স। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন কালী প্রসাদ চক্রবর্তী।
রথযাত্রা বের করেন মহারানী মন্দিরের শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা (মানিকপুর হাসপাতাল রোড),শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির (মালপাড়া),লক্ষী নারায়ণ জিউড় মন্দির(ইদ্রাকপুর), ও শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির(গোয়াল পাড়া) হতে রথযাত্রা বের করা হয়।উল্টো রথ আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত