মোহাম্মদ নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার রেজুআমতলী সীমান্ত এলাকা থেকে ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। ২৬ জুন (বুধবার) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
৩৪ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি বিশেষ দল সীমান্ত এলাকার হাজমপাড়া নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। দুপুর আনুমানিক ২টার দিকে দুই নারী একটি ব্যাগ হাতে নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।
আটককৃতরা হলেন, খাইরুল বাশারের স্ত্রী গোলজার (৩৩) ও কামাল হোসেনের স্ত্রী কুলছুমা (২৯) তারা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি এর বাসিন্দা বলে জানা গেছে।
পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদেরকে থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত