মোঃ আতীক রোজেন ফেনী জেলা প্রতিনিধি ।
ফেনী জেলা পুলিশের জোরালো অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেন।
আটককৃতরা হলেন- জহির উদ্দিন বিজয় (১৯), সোনাগাজী থানার কুটির হাটের আবু বক্কর ছেলে, ফেনী বর্তমানে একাডেমি বনানী পাড়ায় বসবাস করেন।
একরামুল হক (১৪), ছাগলনাইয়া থানার হরিপুরের, মৃত সাইফুল হক ছেলে, বর্তমানে আতিকুল আলম সড়কে বসবাস করেন।
মোঃ রানা মোল্লা (১৬), ফেনী সদর, একাডেমি এলাকার আছলাম উদ্দিনের ছেলে।
মোঃ রাজু (১৮), সোনাগাজী থানার চর সাহা ভিকারী, মৃত সাইফুল প্রকাশ হকসাবের ছেলে, বর্তমানে একাডেমি বনানী পাড়ায় বসবাস করেন।
এই প্রসঙ্গে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ফেনীতে সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ অটল, তাই আইন শৃঙ্খলা রক্ষায় ও কিশোর গ্যাং প্রতিরোধে জেলা পুলিশের জোরালো অভিযানে অব্যাহত আছে এবং আগামীতে ও থাকবে এবং আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের বিধান মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।