এম আমিরুল ইসলাম,বগুড়া
জেলা প্রতিনিধি
আজ ২৬-০৬-২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল দুপচাঁচিয়া পৌরসভার সভাকক্ষে শহর সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ শাহরুখ খান।
সভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত খসড়া বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সেবা বৃদ্ধি ও টেকসই অবকাঠামো নির্মাণ নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় পৌর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সবাই মিলে একটি আধুনিক ও পরিকল্পিত দুপচাঁচিয়া গড়ার লক্ষ্যে মতামত প্রদান করেন।