মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিাত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের সভাপতিত্বে মাদকবিরোধী সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। মাদকনিয়ন্ত্রন ও নিষিদ্ধ নিয়ে সেমিনাওে মূল প্রবন্ধ পাঠ করেন ঝিনাইদহের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধীদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার। এ সময় আরো উপস্থিত ছিলেন এসিল্যান্ড সিরাজুস সালেহীন, কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বিশ^পরিবেশ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।