কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৫ জুন) ভোররাতে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন ঘুমধুম বিওপি’র বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নোয়াপাড়া খাল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ দল সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে দুটি কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি মিয়ানমার দিক থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, সীমান্তে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক পাচার প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন ও মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত