সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে উর্মি খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের ৩৩ ঘন্টা পর মানিকগঞ্জের পাটুরিয়া নৌ পুলিশ লাশ উদ্ধার করেছে।
২২ জুন রোববার দুপুরে উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বার বয়লা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। উর্মি খাতুন বার বয়লা গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে ও বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, রোববার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ওই স্কুল ছাত্রী নিখোঁজ হন। স্থানীয়রা নদীতে জাল ফেলে খোঁজা খুঁজি করেও সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ফায়ার সার্ভিসরে সদস্যরা সন্ধ্যা পযর্ন্ত খোঁজখুঁজি করে না পেয়ে। পরে সোমবার সকাল থেকে সারাদিন ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে পান না ডুবুরি দল।
পরে লাশ যমুনা নদীর স্রোতে ভেসে গিয়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি এলাকার যমুনা নদী থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে পাটুরিয়া নৌ পুলিশ। পরে নৌ পুলিশ স্কুল ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত