মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি।
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় গাঁজাবাহী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয় এবং চালক মো. নাজিম উদ্দিনকে (৩০) গ্রেফতার করে পুলিশ।
সোমবার (২৩ জুন) ভোরে উপজেলার দক্ষিণ বল্লভপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ছাগলনাইয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে দক্ষিণ বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন সিএনজিকে থামিয়ে তল্লাশি চালানো হলে চারটি প্লাস্টিকের বস্তায় রাখা ৪৫টি প্যাকেট থেকে মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার নাজিম উদ্দিন ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের নাঙ্গলমোড়া গ্রামের সরদার বাড়ির মৃত আমিনুল হকের ছেলে।
এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক সম্পাদকঃ মোঃ রেজাউল করিম মোল্লা, মোবাইল নম্বরঃ ০১৭৫৩১২৫৩৯৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত