নাটোরে কাব কার্নিভাল অনুষ্ঠিত
হযরত আলী, নাটোর প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় নাটোরেও অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্কাউটস-এর কাব কার্নিভাল। সোমবার (২৩ জুন) সকালে নাটোর শহরের ঐতিহ্যবাহী বঙ্গজল মহারাজা জে. এন. স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করে নাটোর সদর উপজেলা স্কাউটস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী, বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার সম্পাদক গোলাম মহিউদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল হাকিম ও সদর উপজেলা সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক সিনথিয়া সিদ্দিকী প্রমি, জেবা খাতুন, রোহান ইসলাম, ইমন হোসেন ।
দিনব্যাপী আয়োজনে স্কাউটস সদস্যদের অংশগ্রহণে নানা কর্মসূচি ও ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা এডিপির সহায়তায় স্কাউট কার্যক্রম বেগবান করতে ড্রামসেট ও স্বাস্থ্যসেবা কিট বিতরণ করা হয়। বিকেল ৪টায় সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।