ময়মনসিংহ প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের
আওতায় বাস্তবায়নাধীন জলাশয়ের চতুর্দিকে রিটেইনিং স্ট্রাকচার নির্মাণসহ সৌন্দর্যবর্ধন কাজ চলমান রয়েছে।কাজটি সঠিকভাবে
সম্পন্ন করতে পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক প্রণয়নকৃত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত মূল নকশা এবং পরামর্শক কর্তৃক
প্রদত্ত ডিটেইল ড্রইং পর্যালোচনা পূর্বক সংস্কারের বিষয়ে প্রতিবেদন প্রদানের জন্য একটি কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে (২২ জুন) রবিবার উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এল.পি.আই.সি. (লোকাল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি)-এর সভায় এই কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে আহ্বায়ক এবং উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে
সদস্য-সচিব করে ১৪ সদস্যবিশিষ্ট গঠিত এই কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা
হয়েছে। এই কাজের বিপরীতে ডিপিপি’র বরাদ্দকৃত অর্থের মধ্যেই সংস্কার কাজ সম্পন্নের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্কার
কাজের জন্য প্রণয়নকৃত কমিটির সুপারিশ প্রাপ্তিক্রমে সংস্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করবে।
সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফের ড. এ. এইচ. এম
কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন
প্রফেসর ড, সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.
মো, বখতিয়ার উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা
দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, প্রফেসর ড. তপন কুমার সরকার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক
মো. হাফিজুর রহমান, হলের প্রভোস্টবৃন্দ, প্রকৌশলীবৃন্দ এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।