অনলাইন ডেস্কঃ
একসময় নেদারল্যান্ডসের প্রতিভাবান ফুটবলার কুইন্সি প্রোমেসের নাম শোনা যেত। ৩৩ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলের হয়ে ৫০টি ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন। তবে, ফুটবলের পাশাপাশি তিনি অপরাধ জগতেও পদার্পণ করেছেন। সম্প্রতি, কোকেন চোরাচালান ও ছুরিকাঘাতের অভিযোগে তাকে সাড়ে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রোমেসকে সংযুক্ত আরব আমিরাত থেকে নেদারল্যান্ডসে প্রত্যর্পণ করা হয়েছে। চলতি বছরের জুন মাসের শুরুতে নেদারল্যান্ডস পুলিশের অনুরোধে দুবাইয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে, ডাচ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি ভাড়া করা বিমানে করে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
২০২০ সালে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দর ব্যবহার করে এক টনেরও বেশি কোকেন পাচারের ঘটনায় প্রোমেসের সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় গত বছরের ফেব্রুয়ারিতে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই বছর জুলাইয়ে পারিবারিক এক অনুষ্ঠানে চুরি হওয়া গয়না নিয়ে ঝগড়ার সময় এক আত্মীয়কে ছুরিকাঘাত করার কারণে তাকে আরও ১৮ মাসের কারাদণ্ডের মুখোমুখি হতে হয়। আদালত তাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, ২০২০ সালে ব্রাজিল থেকে এক হাজার ৩৬৩ কেজি কোকেন পাচারে প্রোমেসের সংশ্লিষ্টতার বিষয়টিও রয়েছে। তবে, প্রোমেস নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং উভয় মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের পাবলিক প্রসিকিউশন সার্ভিসের একজন মুখপাত্র।
কোকেন চোরাচালানের অভিযোগে সাড়ে ৭ বছর কারাদণ্ড পেলেন ডাচ ফুটবলার।
প্রোমেসের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১১ সালে ডাচ ক্লাব টুয়েন্টের হয়ে। এরপর তিনি স্পার্তাক মস্কো, সেভিয়া ও আয়াক্সের মতো ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোতে খেলেছেন